গিয়াস উদ্দিন (পটিয়া চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়া উপজেলার খরনার ইউনিয়ের ৮ নং ওয়াডের মাইজপাড়া এলাকার একটি হিন্দু বাড়িতে দুপুরে রান্নার চুলা হতে আগুন লেগে ৫টি বসত ঘর পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর একটার দিকে আগুন লাগে তাৎক্ষণিক পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নেভাতে সক্ষম হয়।
পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান,আজ দুপুর একটার দিকে ৯৯৯ হতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি। রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে খোলা আকাশের নীচে অবস্থান করছে।