নিজস্ব প্রতিবেদক : ২ নং পেরিয়া ইউনিয়র চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের বিভিন্ন অপকর্মে দীর্ঘদিন থেকে প্রতিবাদ করে আসছিলেন বড়সাঙ্গীশ্বর গ্রামের স্থানীয় আওয়ামী নেতা মোশাররফ হোসেন ভূঁইয়া। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চাল চুরি ও ঘর নির্মাণের কথা বলে ৪ বছর আগে নিরিহ অসহায় লোকজনের কাছ থেকে ১০ হাজার টাকা করে নেয়ার সংবাদ প্রকাশিত হয়।
আর এই নিউজ হওয়ার পেছনে চেয়ারম্যান ও তার সন্ত্রাসী ভাতিজা ফরহাদ দায়ী মনে করেন মোশাররফ ও তার ছেলে ছাত্রলীগ নেতা আমজাদকে।
এরই সূত্র ধরে গতকাল ইফতারের সময় চেয়ারম্যান হুমায়ুন, ভাতিজা ফরহাদ ও ভাগিনা মাসুমের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী তাদের বাড়িতে দেশীয় অস্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে বাপ মোশারফ মজুমদার ও ছেলে আমজাদকে কুপিয়ে জখম করে ও বাড়িঘর ভাঙচুর করে।
আহতের পিতা এই ব্যাপারের মামলার প্রস্তুতি চলছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।
এই ঘটনার পর এলাকায় ধমধমে অবস্থা বিরাজ করছে।