1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরিশালে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পল্লীবিদ্যুৎ কেন্দ্রে হামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে শিশু ও চক্ষু হাসপাতালের ৩৮তম প্রতিষ্ঠা বার্যিকী পালিত মাগুরায় গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় সচেতনতা সৃষ্ঠির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতে ইসলামীর বার্ষিক কর্মী সম্মেন অনুষ্ঠিত মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাঙ্গামাটিয়া শাখার ওয়াজ মাহফিল ও সেমা মাহফিল গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯৬তম খোশরোজ শরিফ সাড়ে নয় শত এতিমখানা ও হেফযখানায় নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ  ‎কক্সবাজার প্রেস ক্লাবের কমিটি নিয়ে আপত্তি জানিয়ে পুলিশ সুপারকে স্মারকলিপি

বরিশালে ছাত্রলীগ নেতার নেতৃত্বে পল্লীবিদ্যুৎ কেন্দ্রে হামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১২৭ বার

শাকিব বিপ্লব:
বরিশালে সন্ত্রাসের জগতে আবারও ঘুরে ফিরে আলোচনায় আসলেন এবং বিতর্কে জড়ালেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগ নেতা আশিকুল রহমান সুজন। এবার পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালিয়ে একজন লাইনম্যানসহ তিন সহকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। অজুহাত, চরকাউয়া এলাকাসহ আশপাশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ না দেয়ায় সেহরির প্রাক্কালে এলাকাবাসী দূর্ভোগে পরায় এই ছাত্রলীগ নেতার দারস্থ হন। এরই প্রেক্ষাপটে ২৫ এপ্রিল বিকালে চরকাউয়া পল্লী বিদ্যুতের সাবস্টেশনে সুজন দলবল নিয়ে প্রবেশ করে এই হামলা চালায়। এ ঘটনায় বরিশাল পল্লী বিদ্যুৎ ১ এর মাঠকর্মীদের মধ্যে অসন্তোষ ও বিদ্রোহ দেখা দিলে বিষয়টি আইনগতভাবে দেখার প্রতিশ্রুতির আলোকে তাদের নিবৃত করে সংশ্লিষ্ঠ দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এর ফলশ্রুতিতে গতকাল রোববার সুজনকে আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন আইনগত পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন। অবশ্য সুজনের স্বপক্ষেও এলাকাবাসীর বক্তব্য রয়েছে।
হামলার শিকার লাইনম্যান জাফর ইকবাল জানান, ২৪ এপ্রিল শুক্রবার ভোররাতে সেহরির প্রাক্কালে পল্লী বিদ্যুৎ ১ এর আওতাধীন চরকাউয়া সাবস্টেশনে বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় রমজানের প্রথম দিনে কিছুটা সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভাব হয়নি। তার দাবি, পাওয়ার টেন্সসফারমে ত্রুটি থাকায় আভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত অত্র-এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পরে। ২৬ এপ্রিল শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে সুজন সাবস্টেশন কেন্দ্রে উপস্থিত হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কৈফত জানতে চান। তৎসময় দায়িত্বরত লাইনম্যান জাফর ইকবাল এর ব্যাখ্যা দিলেও এই ছাত্রলীগ নেতা সন্তোষ্টি হতে পারেননি। বরং উত্তেজিত হয়ে তাকে প্রহার শুরু করে। জাফর ইকবালকে রক্ষায় এগিয়ে আসা অপর তিন সহকর্মী মাফজুর রহমান, পরিতোষ চন্দ্র পাল ও মো. সুমনও রেহাই পায়নি। সন্ধ্যায় গুরুত্ব আহত জাফর ইকবাকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়।
একটি সূত্র জানায়, তাৎক্ষণিক এ হামলার খবর সংশ্লিষ্ট স্টেশনের ইঞ্জিনিয়ার মো. আলীকে অবহিত করা হলে তিনি বিষয়টি বিভাগীয় পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এনিয়ে তারা করণীয় বিষয় বৈঠক শেষে আইনগত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। গতকাল ২৬ এপ্রিল রোববার রাতে পল্লী বিদ্যুৎ ১ এর প্রশাসনিক শাখার এজিএম মানবেন্দ্র সরকার বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রধান আসামী করা হয় ছাত্রলীগ নেতা সুজনকে। বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুধুমাত্র একজন তথা সুজনের নাম উল্লেখ করে মামলা করা হলেও আসামীর তালিকায় আরো ৭-৮ জন অজ্ঞাতনামা রয়েছে। তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য সম্প্রতিক সময় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজনের বিরুদ্ধে সন্ত্রাসের বহুমুখি অভিযোগ উঠে। ওই সব ঘটনার প্রেক্ষাপটে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের এই নেতা বার বার পত্রিকার শিরোনামও হচ্ছেন। দলীয় সূত্রগুলো বলছে, বরিশাল নগর আ’লীগের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে থাকা একজন ক্ষমতাধর নেতা তাকে আশ্রয়-প্রশয় দেয়ায় তার লাগাম টেনে ধরা যাচ্ছে না। উপারন্ত কীর্তনখোলা নদীর পূর্ব জনপদে একক অধিপত্য বিস্তার করে সন্তাসের বিষবৃক্ষ জন্ম দিয়েছে, আতঙ্কিত করে তুলেছে গোটা এলাকা । বর্তমানে শহরেও দাপট বিস্তৃত করে নিজেকে রাজনৈতিক সন্ত্রাস হিসেবে আপনা আপনি পরিচয় পরিচিতি পেয়েছে। ধারণা করা হচ্ছে এবং অভিযোগও রয়েছে পুলিশ এই ছাত্রলীগ নেতার নেপথ্যের শক্তি সম্পর্কে অবগত থাকায় নির্শ্চুপ থাকতে বাধ্য হচ্ছে।
বিপরীতে সুজনের স্বপক্ষেও নানা ইতিবাচক ভূমিকার কথা শোনা গেছে। তার নিজ এলাকা চরকাউয়াসহ গোমা পর্যন্ত নানা অনিয়ম রুখে দিয়ে এলাকাবাসীর মধ্যকার একটি অংশের মধ্যে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বেশ কয়েকজন প্রত্যাক্ষদর্শি জানান, পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলার বিষয়টি সঠিক নয়। শুধু সেহরি নয়, প্রায় সময় অত্র-এলাকায় বিদ্যুতের লুকোচুরি খেলায় অন্ধকারে ডুবে থাকে প্রত্যন্ত এই অঞ্চলটি। এ নিয়ে বহুবার পল্লী বিদ্যুতের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে অনুরোধ রাখা হলেও কে শোনে কার কথা। ফলে ২৪ এপ্রিল রমজানের প্রথম সেহরির প্রাক্কালে বিদ্যুৎবিহীন ভোরের দূর্ভোগ ওই এলাকার ধর্মপ্রাণ মানুষদের ক্ষুব্ধ করে তোলে। পরদিন এলাকাবাসী সুজনকে সাথে নিয়ে পল্লী বিদ্যুতের ওই সাবস্টেশন কেন্দ্রে গিয়ে রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি কোনো ভোররাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল তার কারণ জানতে চায়। এ সময় সেখানে কর্তব্যরত লাইনম্যানরা সঠিক উত্তর না দিয়ে খোরা যুক্তি খাড়া করে তর্কে লিপ্ত হয়। শুরু হয় হাতাহাতি। কিন্তু এই বিষয়টি হামলায় রূপ দিয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বহুদূর গড়ানোর ফলে সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা সুজন এই প্রতিবেদককে জানান, শুধু চরকাউয়া নয়, আশপাশ ইউনিয়নে প্রায় সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হলেও অন্তত রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে অনুরোধ রাখা হয়েছিলো। তামানা হয়নি। হামলার অভিযোগ অবান্তর বলে তিনি মন্তব্য করে এর পিছনে স্থানীয় রাজনৈতিতে আভ্যন্তরীণ ষড়যন্ত্র নিহিত রয়েছে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম