নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
করোনা ভাইরাস সক্রমন রোধে সারাদেশে মানুষের স্বাভাবিক চলাচল সীমিত করেছে সরকার। গণপরিবহন বন্ধ, নিত্য প্রয়োজনীয় পন্যের দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ। যার ফলে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ ।সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপরি আদর্শ গ্রামের দুস্থ পরিবারের মাঝে চেয়ারম্যান বশিরুল ইসলাম ও ইউপি সদস্য হাওলাদার মাহফুজুর রহমান খোকন এর ব্যাক্তিগত উদ্যেগে বলেন,বিভিন্ন দূর্যোগের সময় সব থেকে বেশি সমস্যার মধ্যে পরে এই আদর্শ গ্রামের খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের মানুষদেরকে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় চেয়ারম্যান বলেন,আিদর্শ গ্রামের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে আমরা নিজস্ব অর্থায়নে নিম্ন আয়ের মানুষদেরকে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনী পন্যের সহযোগিতা দিয়ে তাদেরকে ঘরে থাকতে উৎসাহিত করছি।সেই অংশ হিসেবে আমরা মির্জাপুর আদর্শ গ্রামের সকল পরিবারকে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছি।এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।