নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাট সদর উপজেলার আলোকদিয়া গ্রামের শতাধিক গরীব ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে নবশক্তি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় স্থানীয় ইউপি সদস্য রাজ্জাক মোল্লা, সমিতির ব্যবস্থাপক খাদেম রুহুল আমিন সুমন, স্থানীয় খাদেম রুহুল আমিন, সফরুল আমিন আকাশ, ওমর ফারুক সোহেলসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ১কেজি করে ডাল, আলু, তেল, লবন, পেয়াজ, ও একপিস সাবান বিতরণ করা হয়েছে।