বিত্তশালীর ব্যাংক ঋণ
নিন্মের আসে ত্রান
মান বাঁচতে মুখ খুলেনি
মধ্যবিত্তরা হয়রান।
বোল ফোটেনা মুখে
দুখের যাতনা বুকে,
কষ্টেরা আজ হাসে
ভেংচি কাটে কাশে।
দুঃখরা বুকের মাঝে
সকাল সন্ধ্যা সাঁঝে,
গুমরে মরে নিজে!
বলা কি আর সাজে?
তাই –
মুখের হাসি ফোটে
যাচ্ছে জীবন কেটে।