মোঃ সাইফুল্লাহ : করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আইয়ুব হোসেন খান। গতকাল বুধবার সকালে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সাংবাদিক আইয়ুব হোসেন খান বাড়ি বাড়ি গিয়ে শতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি তেল, সাবান,ওষুধ, মাক্স ও লিফলেট বিতরণ করেন।একই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার জন্য জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ও নাকোল ইউনিয়ন নিয়ে গঠিত যতন ফাউন্ডেশনে নগদ ১০ হাজার টাকা দান করেন।
ত্রাণ সামগ্রী বিতরণের সময় সাংবাদিক জিয়াউর রহমান,যুবলীগের সদস্য আকিদুল ইসলাম খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, করোনা ভাইরাসের হাত থেকে বাঁচাতে শ্রীপরে উপজেলার লোকজনকে বাড়িতে থাকতে বলা হয়। এতে দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো সমস্যায় পড়েন।