সংবাদ বিজ্ঞপ্তি:
করানা মোকাবেলায় শুরু থেকে কাজ করে যাচ্ছে স্কুল,কলেজ ও ভার্সিটি পড়ুয়া একদল তরুণ তরুণী নিয়ে গড়ে উঠা সংগঠন মিনিসট্রেন্ট ফ্যামিলি। করোনা মোকাবেলায় শহরের বিভিন্ন জায়গায় হ্যান্ড স্যানিটাইজার পয়েন্ট তৈরী থেকে শুরু করে শত শত অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ দিয়ে আসছে এই সেচ্ছাসেবী সংগঠন। এছাড়াও কেউ খাদ্য সংকটে পড়লে হট লাইনে ফোন করলেই বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে এই সংগঠন।রমজানে প্রতিদিন শত দরিদ্র মানুষদের ইফতার করানো নিয়েও চলছে তাদের প্রস্তুতি।