শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরীর প্রদত্ত বিভিন্ন প্রকার সবজি ও মাছ ৫ম দিনের মত বিতরন করেছেন বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায়। ২০ এপ্রিল সোমবার সেন্টাল বয়েজ অব রাউজানের সহযোগিতায় এক ঝাঁক তরুণ ১২টি ভ্যানে গাড়ি করে কর্মহীন জনগোষ্ঠীর মাঝে এই সবজি ও মাছ বিতরণ করেন। বিতরণ কালে তদারকি করেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ।এসময় তিনি জানান, রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে ও সাংসদ পুত্র ফারাজ করিম চৌধুরীর অনুপ্রেরণায় কর্মহীন, হতদরিদ্র, মধ্যবিত্ত মানুষকে নিত্যপ্রয়োজনীয় সব ধরণের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি।শুকনা খাদ্য দ্রব্য ও সবজি মাছও আমরা দিয়ে যাচ্ছি।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, আবু ছালেক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম,পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মাদ আসিফ, সাবের হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।