নইন আবু নাঈম, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় ফেয়ারপ্রাইজে ডিলার তরিকুল ইসলাম তারেকের লাইসেন্স বাতিল করা হয়েছে। ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে তার এই ডিলারশীপ বাতিল ঘোষণা করা হয়। শরণখোলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. সোহেল আকতার এতথ্য নিশ্চিত করেছেন।
খাদ্য নিয়নন্ত্রক সোহেল আকতার জানান, গত ৩ এপ্রিল রাতে শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন তাফালবাড়ী বাজারের একটি গোডাউন থেকে ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল উদ্ধার করেন। এসময় গোডাউন মালিক রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত চাল ডিলার তারেকের বলে প্রমানিত হওয়ায় উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সোমবার তার লাইসেন্স বাতিল করা হয়। পুনরায় ডিলার নিয়োগ না দেওয়া পর্যন্ত পার্শ্ববতী ডিলার অতিরিক্ত দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
এ ঘটনায় রায়েন্দা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. সাইফুল ইসলাম বাদি হয়ে পরের দিন ৪এপ্রিল ডিলার তারিকুল ইসলাম তারেকসহ আটক রফিকুল ইসলামের নামে শরণখোলা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় একটি মামলা দায়ের করেন।