মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরো একজন রোগী শনাক্ত হয়েছেন। রোববার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে ওই ব্যক্তির শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।
জানা গেছে, ৩৭ বছরের ওই যুবকের বাড়ি সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাসিন্দা। গত বৃহস্পতিবার তার শরীরে করোনাভাইরাাসের উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল।
সিলেট সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ সিরাজুম মুনীর সিলেট মিররকে বলেন, ওই ব্যক্তি বর্তমানে তার বাড়িতেই রয়েছেন। তাকে হাসপাতালে আনা হবে কিনা এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
প্রসঙ্গত, এর আগে সিলেট জেলায় তিনজন করোনা রোগী শনাক্ত হন। এর মধ্যে প্রথম শনাক্ত হওয়া রোাগী ডা. মো. মঈন উদ্দিন মারা যান।