শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রথম একজন করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত রোগীর বাড়ি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকার বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছায়।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার সাহা জানান, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপড়ার জাকির হোসেন (৩৪) করোনা ভাইরাসে আক্রান্ত হয়। তার শ্বাসকষ্ট ও শরীরে জ্বর অনূভূত হওয়ায় করোনা ইউনিটে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। নমুনা সংগ্রহ করে মহাখালী আইডিসিআর এ প্রেরণ করলে তার কোভিড-১৯ পজিটিভ সনাক্ত হয়।
উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত ব্যক্তির বাড়ি ও আশপাশের কয়েকটি বাড়ী লকডাউন করে দিয়েছেন। প্রয়োজনে পুরো ইউনিয়নকে লড ডাউনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।