শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : গত ২৩ এপ্রিল সোনারগাঁ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। আজ ২৮ এপ্রিল দুপুরে ১৮টির রিপোর্ট এসেছে। এর মধ্যে ৭ জনেরই করোনা পজেটিভ! আরো ৮টির রিপোর্ট আসার পর বুঝা যাবে ২৬ জনের মধ্যে মোট কতজনের পজেটিভ।
ডা: পলাশ কুমার সাহা জানান, আজ ৭ জনের করোনা পজেটিভ এসেছে। তার মধ্যে শম্ভুপুরা ইউনিয়নের চেলারচর গ্রামের একই বাড়ির ৪ জন। এদের মধ্যে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। একই ইউনিয়নের চেলারচরের পার্শ্ববর্তী একরামপুর গ্রামের ২ জন এবং বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামের ১ জন রয়েছে। করোনা রোগী সবচেয়ে বেশি শম্ভুপুরা ও বৈদ্যেরবাজার ইউনিয়নে।
অদ্য ২৮ এপ্রিল পর্যন্ত সোনারগাঁয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২১ জন। এরমধ্যে ২ জন মৃত্যু বরন করেছেন।
চারদিক এমন ভয়াবহ অবস্থার মধ্যেও সোনারগাঁয়ের মানুষ নানা অজুহাতে ঘরের বাইরে অবস্থান করছে। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র রমজানের উসিলায় ক্ষমা করে দিন।