মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় এনে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে হেলিকপ্টারটি ডা. মাসুদকে নিয়ে খুলনা থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। ঢাকায় এটি অবতরণ করে রাত ১০টা ১০ মিনিটে। পরে ডা. মাসুদকে করোনা রোগীদের জন্য ডেডিকেটেড হাসপাতালে নেয়া হয়।
ডা. মাসুদ আহমেদ খুলনা মেডিকেল কলেজের ইউরোলোজি বিভাগের সহকারী অধ্যাপক। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত ১৮ এপ্রিল।
আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর প্রথমে তাকে গেস্ট হাউসে রেখেই চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।