লোহাগাড়া প্রতিনিধিঃ
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চৌকস ও ডায়নামিক পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা এক ব্যতিক্রম ধর্মীর উদ্যোগ গ্রহণ করেছেন।
বাংলাদেশ পুলিশের পক্ষ হতে লোহাগাড়ায় করোনা মহামারীতে বিপর্যস্ত অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঈদের খুশী ছড়িয়ে দিতে এক মানবিক পুলিশ কর্মকর্তা বিশেষ মানবিক উদ্যোগ ঈদ আনন্দ-২০২০ এর আয়োজন করেছেন।
২১ মে বেলা ১২টায় লোহাগাড়া সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে উপজেলার কর্মহীন, অসহায়, হত দরিদ্র ও প্রতিবন্ধীদেরর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
অসহায় ও দুঃস্হদের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ,থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল হক।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, মানবিক পুলিশ কর্মকর্তা হাসানুজ্জামান মোল্যা জানান, করোনা দুর্যোগে সাতকানিয়া লোহাগাড়ার সাধারণ জনগন ঘরবন্দি রয়েছে। অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন।তিনি করোনায় সৃষ্ট সাতকানিয়া লোহাগাড়ার মধ্যবিত্ত, সৌদি প্রবাসী পরিবার, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। তিনি আরো জানান,যারা করোনা দুর্যোগ সংকটময় মুহুর্তে বাংলাদেশ পুলিশ সবসময় এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি ইতিমধ্যে ৫`শ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন।
করোনা মহামারীতে বিপর্যস্ত অসহায় ও দুঃস্হ মানুষের মাঝে ঈদের খুশী ছড়িয়ে দিতে এক মানবিক পুলিশ কর্মকর্তা বিশেষ মানবিক উদ্যোগ ঈদ আনন্দ-২০২০ এর আয়োজনের মাধ্যমে ১`শ পরিবারকে আজকে ঈদ উপহার প্রদান করেছেন।
দুর্যোগ সংকটময় মুহুর্তে অসহায় মানুষের পাশে বাংলাদেশ সবসময় পাশে রয়েছে, ভবিষ্যতেও পাশে থাকবেন বলে বলেও তিনি জানান।