মাহবুবুর রহমান: প্রধামন্ত্রীর নির্দেশে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে নোয়াখালীর চৌমুহনী পৌসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন ফয়সলের ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে পৌর এলাকার চৌরাস্তা, আলীপুর ও কলেজ রোডে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল জানান, করোনার কারণে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার প্রায় ৩০ হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে এবং ঈদের পরেও এই সহযোগীতা অব্যাহত থাকবে।