রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে নতুন আরো ৯ জন করোনা (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় একজন মৃত্যুসহ ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন কায্যার্লয় সুত্রে জানা গেছে, জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ৪১ + ৯ (বর্তমানে) = ৫০ জন এর মধ্যে ৩৭ জন পুরুষ ও ১০ জন মহিলা এবং ৩ জন শিশু।
সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ রোববার রাত ৮ টায় গত ২৪ ঘন্টার পরিসংখ্যান দিয়ে জানান, আক্রান্ত ৯ জনের মধ্যে দিনাজপুর সদরে ২ জন মহিলার মধ্যে ১জন বয়স ৩৫ পৌরসভায়, আদিবাসী মহিলা বয়স ৩০ ও ১ জন শিশু বয়স ৯ বৎসর উভয়ে ৪নং শেখপুরা ইউনিয়ন এবং বীরগঞ্জ উপজেলায় ৪ জন পুরুষের মধ্যে ১ জন চিকিৎসক বয়স ২৭ এবং ১ জন বয়স ১৮, ১ জন বয়স ৩৪, ১ জন বয়স ২৬ এবং বোঁচাগঞ্জ উপজেলায় ২ জন পুরুষের মধ্যে ১ জন ড্রাইভার বয়স ৩৫ ও আরেক জনের বয়স ৩৮।
আর গত ২৪ ঘন্টায় ৮৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের পিসিআর-টি ল্যাবে পাঠানো হয়েছে। দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে মোট ৯৪ টি নমুনার ফলাফল পাওয়া গেছে এর মধ্যে ৯ টি করোনা (কোভিড-১৯) পজিটিভ এবং আর একটি ফলোআপ পজিটিভ বাকী ৮৪ টি ফলাফল নেগেিেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ১১০৬ টি এবং অদ্যাবধি ফলাফল পাওয়া নমুনার সংখ্যা ১০৪০ টি। মোট ৫০ জন ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে (দিনাজপুর সদর ১৩ জন, কাহারোল ৭ জন, বোঁচাগঞ্জ ৪ জন, ফুলবাড়ী ১ জন, পার্বতীপুর ৫ জন, নবাবগঞ্জ ৪ জন ও ঘোড়াঘাট ৪ জন, হাকিমপুর ২ জন, চিরিরবন্দর ১ জন, বিরল ২ জন, বিরামপুর ৩ জন ও বীরগঞ্জ ৪ জন) মোট ১২টি উপজেলায় হয়েছে।
ইতি পূর্বে সুস্থ হয়েছে ৬ জন তার মধ্যে সদরে- ২ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ- ১ জন, পার্বতীপুরে- ১ জন এবং কাহারোল- ১ জন। মৃত্যু বরন করেছেন ১ জন।
বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে ৪০ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ১ জন (নবাবগঞ্জ) এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি-২ জন।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিভিল সার্জনের তথ্য অনুসারে হোম কোয়ারেন্টাইনে ৬৪০০ জনের মধ্যে ৪৪৬১ জন সুস্থ থাকায় অব্যাহতি পেয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাড়িছে ১৯৩৯ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ২৪৬ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। অদ্যাবধি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছেন ২১৯ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি পেয়েছে ১৩৯ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৮০জন।
সিভিল সার্জন জানান, আর যারা ইতিমধ্যে নারায়নগঞ্জ, ঢাকা ও গাজীপুর থেকে এসেছে এবং ইতিপূর্বে যারা হোম কোয়ারেন্টাইনে ছিল তাদের সন্দেহ হলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আক্রান্ত পুরুষরগন ও মহিলাদ্বয় ঢাকা, গাজীপুর এবং নারায়নগঞ্জ থেকে এসেছে। তাদের বাড়ীর এলাকা লকডাউন করা হয়েছে।