মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একাডেমি পুরস্কারের (অস্কার) ৯৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তবে এবারের অনুষ্ঠানটি ৯২তম আসরের তুলনায় আলাদা হবে। করোনাভাইরাসের কারণে এ পুরস্কারেরে নীতিমালায়ও পরিবর্তন আনা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। আর সেই অনুষ্ঠানে ৯৩ বছরের পরম্পরা ভাঙতে চলেছে। ২০২১ সালের অস্কার এবার ৪ মাস পিছিয়ে দেয়ার কথা ভাবছে কমিটি।
আগামী বছর ২৮ ফেব্রুয়ারিতে অস্কার আয়োজনের কথা রয়েছে। তবে যেভাবে ২০২০ সাল জুড়ে একের পর এক ফিল্মের শুটিং স্তব্ধ রয়েছে, তাতে মাথায় হাত নির্মাতাদের। বহু ফিল্মই বিশ্বজুড়ে মুক্তি দিতে পারছেন না নির্মাতারা। এছাড়া নির্দিষ্ট দিনে শুটিং ফ্লোরে যেতে পারছে না।
[৪] একাডেমির প্রথম ভাইস প্রেসিডেন্ট লোয়েস বারওয়েলের সভাপতিত্বে এবং প্রায় এক ডজন গভর্নরের সমন্বয়ে গঠিত পুরস্কার বিধিমালা প্রণয়ন কমিটি জোর দিয়েছে। আর বলা হয়েছে এবারের নিয়মগুলো আপতকালীন। একইসঙ্গে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আগের নিয়মেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।