এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের ষোলাপুষ্কুরনি গ্রামের যুব সমাজ মিলে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন।
বর্তমান করোনা ভাইরাসের প্রাদুভার্বের কারনে শ্রমিক সংকটে পড়ায় আজ কয়েকদিন ধরে আজগরা ইউনিয়নের গরীব কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে ষোলাপুষ্করনীর যুবসমাজ।
কৃষক মাঈন উদ্দীন ও সেলিম শ্যামল বাংলাকে জানায়,করোনা পরিস্থিতির ও লক ঢাউন থাকার কারনে পর্যাপ্ত শ্রমিক না থাকায় আমরা ধান কাটা নিয়ে অনেক বিপাকে পড়েছিলাম। হঠাৎ করে এলাকার যুব সমাজের এই আয়োজন দেখতে পেয়ে অনেক খুশি এবং তারা প্রশংসার দাবিদার।
যুব সমাজের মোঃসাবের হোসেন শ্যামল বাংলা কে জানান, আমরা এই বিপদের সময়ে কৃষকের পাশে থাকতে পেয়ে অনেক খুশি।আমাদের এই অগ্রযাত্রা চলতে থাকবে।
এই সময় যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, মো শাকিল,আফসার, রাজু, সাইমুন, নোমান এবং রানা।