আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি অনলাইন প্রেসক্লাব’র কমিটি গঠন করা হয়।
৪ মে সোমবার বিকাল ৪ ঘটিকার সময় এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কমিটি গঠিত হয়।
সভাপতি মো: মোবারক হোসেন (সম্পাদক, পাহাড়ের আলো ও বঙ্গ টিভি, জেলা প্রতিনিধি), সাধারণ সম্পাদক, আব্দুর রহিম হৃদয় (দৈনিক জনতা) ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো: মাইন উদ্দিন (ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডটকম)। ৪ মে সোমবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম মাহিম (আমার বাংলা নিউজ), সহ-সভাপতি নুরুল আলম(সম্পাদক নিউজ অফ খাগড়াছড়ি) যুগ্ন সম্পাদক, দিদারুল আলম (সি এন এন বাংলা টিভি), অর্থ সম্পাদক, মো: আকতার হোসেন (দৈনিক চিত্রা ও পার্বত্য নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক, দহেন বিকাশ ত্রিপুরা (দৈনিক প্রতিদিনের চিত্র) এছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন, মো: জুলহাস উদ্দিন (সম্পাদক দৈনিক সবুজ পাতার দেশ), মোহাম্মদ সাজু, (সম্পাদক আলোকিত পাহাড়), লিটন সরকার (দৈনিক সময়ের আলো) , অন্তর মাহমুদ(সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর) আরিফুল ইসলাম মহিন (নিউজ জি টুয়েন্টিফোর)।