স্টাফ রিপোর্টার ঃ গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিত ও আলোচনা সভা ১০ই মে রবিবার সকাল ১১ টায় কাশিমপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত ক্লাবের সকল সদস্য কে শুভেচ্ছা জানিয়ে ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন নির্বাচিত কমিটিকে সকলের সাথে পরিচয় পর্ব শেষ করেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব হুমায়ুন কবির তালুকদার, সাধারণ সম্পাদক জনাব মোঃ হাছান সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী সীমান্ত, কার্যকরী কমিটির সদস্য আলমগীর হোসেন নিরব, সহ কমিটির নেতৃবৃন্দসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কাশিমপুর প্রেসক্লাব একটি সাধারণ মানুষের নিকট গ্রহণ যোগ্য ও সাধারণ মানুষের আস্থা ভাজন একটি প্রেশক্লাব। এই প্রেসক্লাবের সুনাম নষ্ট করার জন্য কিছু পরাজিত সাংবাদিক অত্র প্রেসক্লাবের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
কাশিমপুর প্রেসক্লাবের সকল সদস্যদের মতামতের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক কে অনুরোধ করেন এবং তাদেরকে আজীবনের জন্য কাশিমপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার করার জন্য সভাপতির নিকট সকল সদস্য অনুরোধ করেন।
সভাপতি সকলের আলোচনার উপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সকলকে আশ্বাস প্রদান করেন।
কাশিমপুর প্রেসক্লাবের সুনাম ধরে রাখার জন্য যেখানে যা কিছু করা দরকার তার সবটুকু করবেন বলে সকলকে আশ্বাস দেন।
এ বিষয়ে কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব আলমগীর হোসেন নিরব এবং সহ-সভাপতি হুমায়ুন কবির তালুকদার, সভাপতি ও সাধারণ সম্পাদক কে প্রয়োজনীয় সকল সহযোগিতা করার আশ্বাস দেন।
আগামী ১৭ ই মে কাশিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে একটি ইফতার পার্টি করার ঘোষণা দেন।
সভাপতি সকলকে উক্ত ইফতার পার্টিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান ।