সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। বিশ্বব্যাপী যখন করোনা মহামারীতে আক্রান্ত ঠিক সেই সময়ে নিজের বেতনের একমাসের সম্পূর্ণ টাকা দান করে দিলেন অসহায় দু:স্থদের মাঝে। তিনি ৩১নং পশ্চিম মানিকহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাকিবুর রহমান রানা। মঙ্গলবার সকালে তার নিজ গ্রাম পুখরিয়া এলাকায় প্রায় ৮০টি অসচ্ছল পরিবারের মাঝে এই খাবার উপকরণ বিতরণ করেন। উপকরণগুলোর মধ্যে রয়েছে ১কেজি আটা, ১ কেজি চিনি, ১কেজি সয়াবিন তেল, আধাকেজি সেমাই ও নগদ ১শ টাকা। এছাড়াও স¦াভাবিক সময়ে গরিব অসহায় ছাত্রছাত্রীদের কলম, খাতা কিনতে সহযোগিতা করেন এই শিক্ষক। জানাযায় নিজের সন্তানের মতো অনেককেই পকেটের টাকা দিয়ে টিফিন করান।
এ বিষয়ে রাকিবুর রহমান রানা বলেন, এই মহামারী দুর্যোগে আমরা যারা চাকুরি করি তারাতো ঘরে বসেই বেতন পাচ্ছি। যারা দিনমজুর তারা তো বাইরে বের হতে পারছেন না কাজ করতে পারছেন না। তাই করোনাকালে নিজের এই ক্ষুদ্র প্রয়াস। সাধছিল অনেক কিছু করার কিন্তু সাধ্য নেই। তাই এই সামান্য কিছু ঈদ উপহার হিসেবে মানুষকে দিতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। # ১৯.০৫.২০২০
গোপালগঞ্জে শেখ নাঈমের ৭ম ধাপে খাদ্য উপকরণ বিতরণ
সাবেত আহমেদ: গোপালগঞ্জ প্রতিনিধি,
করোনার ক্রান্তিকালে ঘরে থাকা অসহায় মানুষের পাশে থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ৭ম ধাপে গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম এমপি’র কনিষ্ঠ পুত্র ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম খাদ্য সামগ্রী উপহার দিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে এ খাদ্য উপহার সামগ্রী সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হয়। এরআগে গত ২২ মার্চ থেকে ৬ষ্ঠ ধাপ পর্যন্ত প্রায় ২১ হাজার পরিবারকে এই খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাবার উপকরণগুলোর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১কেজি লবণ ও ১ কেজি সয়াবিন তেল।
খাদ্য সামগ্রী বিতরণের বিষয়ে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি এস এম দীন ইসলাম জানান, ছাত্রলীগের আইকন শেখ নাঈমের এ মহতি উদ্যোগকে সফল করতে রাতদিন পরিশ্রম করে চলেছেন জেলার ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। শেখ নাঈমের এ খাদ্য সামগ্রী উপহার হিসেবে মানুষের দৌঁড়গোড়ায় পৌছে দিতে তারা যে পণ করেছেন তা জীবন থাকতে কেউ পিছপা হবেন না বলেও জানান ওই কলেজ ছাত্রনেতা।
এ বিষয়ে গোপালগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম জানান, গোপালগঞ্জ ২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠপুত্র শেখ ফজলে নাঈম অসহায় মানুষের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পালন করে চলেছেন। তার এ খাদ্য সামগ্রী অসহায় মানুষের কাছে পৌছে দেয়া হচ্ছে। জেলার ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ এ কাজে সহায়তা করছেন। ৭ম ধাপে ৪ হাজার পরিবারসহ এ যাবতকালে প্রায় ২৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এছাড়াও পৌরএলাকায় ৫হাজার পরিবারকে সবজি সহায়তা দেয়া হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যরিষ্টার শেখ ফজলে নাঈম মুঠোফোনে জানান, করোনার এ বৈশ্বিক মহামারীতে যারা সংক্রমণ এড়াতে ঘরের বাইরে যেতে পারছেন না কোনো কাজ করতে পারছেন না তাদেরকে এ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ ২ আসনে সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশেই এ খাদ্য সহায়তার ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি দেন শেখ নাঈম।