শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ায় ভোররাতেই অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১৪মে সেহেরীর পর থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ এ অভিযান পরিচালনা করেন। এতে ১লাখ সাড়ে ২৪ হাজার টাকার জরিমানা করা হয়।
সূত্রের দাবি, ভোর সাড়ে ৪ থেকে ৯টা পর্যন্ত করোনা সংক্রমণের বিস্তার রোধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সামাজিক দুরত্ব বজায় রাখতে অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় চকরিয়া পৌরসভা ও চিরিংগা ইউনিয়নে, পাইকারি মার্কেট, কাপড়ের দোকান, দর্জি দোকান, জুয়েলারি দোকান, ঢেউটিনের দোকানে অভিযান চালিয়ে ১৭টি মামলায় ১লাখ ২৪হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় ৩জন দোকান কর্মচারীকে আটক করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ বলেন, অভিযান অবাহত থাকবে। কোনভাবেই করোনা পরিস্থিতির আলোকে স্বাস্থ্যবিধি লংঘন করা যাবেনা। সবাইকে ঘরে অবস্থান নিয়ে নিরাপদে থাকার পরামর্শ দেন তিনি।