মোঃ ইকবাল হোসেন, সাতকানিয়াঃ
বৃহস্পতিবার (২৮ মে) কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে তাদের করোনা পজেটিভ আসে।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২০ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফলাফলে ওই পাঁচজনের করোনা ‘পজিটিভ’ এসেছে।
নতুন করে করোনাভাইরাস শনাক্ত হওয়া পাঁচজন হলেন- সাতকানিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ছিটুয়াপাড়ায় ১ জন, সদর ইউনিয়নের বারদোনায় ২ জন, আমিলাইষ ইউনিয়নে ১ জন ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাটে ১ জন।