আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ ঢাকা-মাওয়া মহাসরকসহ উপজেলার বিভিন্ন সরকে জনগনের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন শ্রীনগর থানা পুলিশ। করোনা ভাইরাসের পাশাপাশি নিরলশভাবে উপজেলার বিভিন্ন স্হানে অাইনশৃঙ্খলা পরিস্তিতিতে শ্রীনগর থানা পুলিশের ভূমিকা অপরিসিম। ঢাকা মাওয়া মহাসরকের ছনবাড়ি, বেজগাও, বাইপাস,ষোলঘরসহ উপজেলা বিভিন্ন সরক গুলোর পয়েন্টে দিনরাত জনগনের সেবা দিয়ে আসছেন থানা পুলিশের সদস্যগন। আইন শৃঙ্খলা বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন,করোনা মোকাবিলাম জনগনকে সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। পাশাপাশি পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখি মানুষ জাতে তাদের জানমাল নিয়ে নিরাপদে গন্ত্যবে পৌছাতে পারে সে চেষ্টা আমাদের অব্যহত রয়েছে। ঢাকা মাওয়া মহাসরকে বিভিন্ন যানবাহনকে তল্লাশীসহ নিরাপদে পৌছানোর সব ধরনের চেষ্টা করে যাচ্ছে শ্রীনগর থানা পুলিশ। সরকারের প্রতিটি নির্দেশ আমরা পালন করে যাচ্ছি।