রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর সদরে নতুন ২ জন করোনা রোগি শনাক্ত। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৩১ জন। এছাড়া ৪ জন করোনা যোদ্ধা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। সদরে একজনের মৃত্যু হয়েছেন।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বুধবার (৫ মে) রাত ৮টায় গত ২৪ ঘন্টায় নতুন আরো দুইজন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। নতুন আক্রান্ত দুইজনই শহরের বাসিন্দা। এদের মধ্যে একজন বালুবাড়ী মহল্লার এবং অপরজন উপশহরের বাসিন্দা। একজন সৈয়দপুর ইসলামী ব্যাংকের কর্মচারী, অপরজন দিনাজপুর জেনারেল হাসপাতালের এক ডাক্তারের ভাই বলে জানান তিনি।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস আরো জানান, গত ২৪ ঘন্টায় ৪৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দুইজনের নমুনায় করোনা পজিটিভ ও ৪৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। তিনি জানান, এ পর্যন্ত ৮৪৪টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ, ৫ জন মহিলা ও দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে হোম আইসোলেশনে আছে ২৪ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে একজন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি একজন, মারা গেছেন একজন ও সুস্থ হয়েছেন চারজন।
উলেখ্য, দিনাজপুরে গত ১৫ এপ্রিল মঙ্গলবার প্রথম ৭ জন করোনা রোগি শনাক্ত হয়। ১৬ এপ্রিল বুধবার একজন, ১৭ এপ্রিল বৃহস্পতিবার একজন, ১৮ এপ্রিল শুক্রবার একজন, ২০ এপ্রিল রবিবার একজন, ২১ এপ্রিল মঙ্গলবার দুইজন, ২৫ এপ্রিল শনিবার একজন, ২৭ এপ্রিল সোমবার হাকিমপুরে একজন, ২৯ এপ্রিল বুধবার ঘোড়াঘাটে একজন, ৩০ এপ্রিল বৃহস্পতিবার হাকিমপুর উপজেলায় আরো একজন, ২ মে শনিবার কাহারোলে ৩ জন, ৩ মে রবিবার পার্বতীপুরে একজন, ৫ মে মঙ্গলবার ৭ জন (কাহারোলে ৩ জন, পার্বতীপুরে ৩ জন ও নবাবগঞ্জ উপজেলায়) একজন ও সর্বশেষ ৬ মে বুধবার দিনাজপুর সদর উপজেলায় পৌর শহরে আরো দুইজন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়।
এ নিয়ে জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় ৩১ জন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৪ জন পুরুষ, ৫ জন মহিলা ও দুইজন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় মৃত একজনসহ ৯ জন, কাহারোল উপজেলায় ৭ জন, বোচাগঞ্জে উপজেলায় ১ জন, পার্বতীপুর উপজেলায় ৫ জন, ফুলবাড়ী উপজেলায় ১ জন, নবাবগঞ্জ উপজেলায় ৪ জন, ঘোড়াঘাট উপজেলায় ২ জন এবং হাকিমপুর উপজেলায় ২জন আক্রান্ত হয়েছে।