নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় সমাজকর্মী মৌসুমী সুলতানা শান্তর উদ্যোগে ২০জন প্রতিবন্ধী শিশু ও ৩০ জন কর্মহীনদের মাঝে ঈদের পোশাক এবং ২৫০ জনের মাঝে সেমাই চিনি ও গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।
শান্ত জানিয়েছেন রবিবার (২৪ মে) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যক্তি উদ্যোগে শহরের খাস-নওগাঁ এলাকায় ঈদের শুভেচ্ছা হিসেবে তিনি এসব পোশাক বিতরণ করেছেন।
তিনি বলেন এর আগে গত শুক্র ও শনিবার (২২ ও ২৩ মে) তিনি শহরের আনন্দ নগর, মৃধাপারা, মন্ডলপাড়া, মফিজপাড়া, লাটাপাড়া, মাদ্রাসা পাড়া, হাট নওগাঁ কালীতলা, হঠাৎ পাড়া, চকদেব পাড়া কেরানী পাড়া ও শেরপুর এলাকায় ২৫০জনের মাঝে জনপ্রতি ৫০০গ্রাম সেমাই, ৫০০ গ্রাম চিনি ৬০ গ্রাম করে গুড়ো দুধ বিতরণ করেছেন।