হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আজ রবিবার (১০ মে) করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন আরও দুইজন। এর মধ্যে একজন হলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স এবং অপরজন একটি সোনালী ব্যাংকের কর্মকর্তা।
এছাড়া গতকাল শনিবার আরও একজনের রিপোর্ট পজেটিভ আসে। তিনি ঢাকাফেরত। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হলেন মোট ১২ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। তিনি জানান, তাদের নমুনা সংগ্রহ করে গত ২ মে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। আজ রবিবার বেলা ১টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্তদের ইতোমধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।