রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দু’জনকে আটক করেছে সোনাইমুড়ী থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে দেশীয় অস্ত্রসহ জাবেদ (২০) ও মো. সাব্বির (২২), কে আটক করা হয়।এ সময় আটককৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, (এলজি) ১টি, ১২ বোর কার্তুজ ১টি বন্দুকের লোডেড অবস্থায়, ৫টি চাইনিজ কুড়াল, (৩ টি বিদেশী) ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬ টি রামদা ও ১ টি ধামা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে যুবলীগের সাবেক সভাপতি ইউসুফকে হত্যাচেষ্টা ও পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।এ বিষয়ে সোনাইমুড়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র গুলো উদ্ধার করি। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।