মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জের আমান উল্যাপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও দলীয় কোন্দল নিয়ে আ’লীগের দু’প্রুপের মধ্যে সংষর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪জন গুলিবিদ্ধ ও ৯ জন আহত হয়েছে এবং দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান গ্রুপ ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন গ্রুপের মধ্যে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের পালোয়ান পুলের সামনে এ সংষর্ষে ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হচ্ছে, আমান উল্যাহপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মহেশপুর গ্রামের আব্দুল মালেক’র ছেলে পারভেজ (২৭), ৪নং ওয়ার্ডের আইয়ুবপুর গ্রামের সফি উল্যাহ’র ছেলে মিজানুর রহমান পলাশ (২৬), ৮নং ওয়ার্ডের জয়নারায়ণপুর গ্রামের আবু ছায়েদ’র ছেলে হৃদয় (২২), ৮নং ওয়ার্ডের পশ্চিম জয়নারায়ণপুর গ্রামের নওশাদ ভূঞা’র ছেলে মো. নিশাত (২৫)। গুলিবিদ্ধ ৪ যুবক নোয়াখালী জেনারেল হাসপতালে চিকিৎসাধীন রয়েছে। আহত এবং গুলিবিদ্ধরা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ অনুসারী।
জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খোকন’র অনুসারীরা ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে সভাপতি আরিফুর রহমান আরিফ রোগী দেখতে গেলে তার অনুসারীরা পিছনের মোটরসাইকেলের বহর থেকে সভাপতির অনুসারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে ৩জন গুলিবিদ্ধ হয় এবং অন্তত ৯জন আহত হয়। এ সময় সভাপতির অনুসারীরা পাল্টা ধাওয়া করলে সাধারণ সম্পাদকের অনুসারীরা ২টি মোটরসাইকেল ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবিদ্ধ ৪জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঘটে। তখন ৪ জন গুলিবিদ্ধের খবর পাই।