গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
পটিয়ার ইউএনও শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গেলেন দোকানটির দিকে। তিনি নিজেই শাটার টেনে বন্ধ দোকানটি খুললেন। দোকানের ভেতর দেখতে পেলেন মায়ের কোলে এক শিশুসহ ৩-৪ জন, দোকানের বিক্রয়কর্মী ও মালিকসহ ঘর্মাক্ত। প্রচণ্ড গরম, অন্ধকারে কোন রকম স্বাস্থ্যবিধি না মেনেই কাস্টমারকে বদ্ধ দোকানে রেখে লোক দেখানো শার্টার বন্ধ করে দোকানে বেচা-কেনা চলছে।
সোমবার, দুপুর ১ টা। পটিয়া পৌর সদরের ছবুর রোড় ও স্টেশন রোড়ের ত্রিমোহনীর মোড়। একটি বন্ধ মোবাইল দোকানের ভেতর থেকে আসছিল শিশুর কান্নার আওয়াজ।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা তাদেরকে হাতেনাতে ধরলেন। এ সময় একজন ক্রেতার কাছে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান ইউএনও। জবাবে ক্রেতা বলেন, দোকান খোলা দেখে এমনিই ঢুকেছেন। অপর নারী ক্রেতাকে জিজ্ঞেস করলে তিনি জানান, হেডফোন কিনতে এসেছেন তিনি।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা জাহান উপমা বলেন, শাটার বন্ধ করা দোকানটির ভেতরে বাচ্চাটি গরমে কান্না করছিল। অসচেতনতার কারণে বাচ্চাটি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছিল।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখায় দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি না মেনে বিনা প্রয়োজনে ঘুরে বেড়ানোর দায়ে ওই ক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।