ইমরান আলী সরকার কায়কোবাদ(গংগাচড়া উপজেলা)প্রতিনিধি রংপুর ঃ রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের মহিপুর এলাকায় র্যাব-১৩(রংপুর) ১৩ মে বুধবার সকালে মিনিট্রাক ও ৫৯ কেজি শুকনো গাঁজা সহ এক ব্যক্তিকে আটক করে।
সুত্রে জানা যায়, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামস্থ (মিল্কভিটা) সংলগ্ন মহিপুর থেকে রংপুর গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বীয় মিল্কভিটা অফিসের সামনে সন্দেহভাজন একটি মিনিট্রাক তল্লাশি করা হয় ।
তল্লাশী চলাকালে আটককৃত মিনিট্রাক এর পিছনের খালি ক্যারেটের ভিতরে লুকানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিনুল ইসলাম (২৮), পিতা- মোঃ আব্দুল মালেক, সাং-শুভার কুটি, পোঃ- হলোখানা, থানা ও জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কুড়িগ্রাম থেকে পিকাপের ক্যারটের মর্ধ্যে রাখা গাঁজা বগুড়াতে সরবরাহ করার কথা ছিল।
এছাড়াও সে মিনিট্রাকে কাঁচামাল পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে।
র্যাব–১৩ এএসপি মিডিয়া অফিসার সিদ্দিক আহম্মেদ প্রেস নোটে জানান আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।