মো সাইফুল্লাহ : মাগুরা শ্রীপুরে দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, জনমনে বাড়ছে চরম আতংক । আজ ৯ মে ২০২০ শনিবার সকালে মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের হাজরাতলা গ্রামের নিশিত বিশ্বাস (২৮) নামের এক কৃষক করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্ত নিশিত বিশ্বাস ওই গ্রামের শচীন বিশ্বাসের পুত্র। তবে সে শারীরিক ভাবে অসুস্থ রয়েছে।
এ বিষয়ে নাকোল ইউনিয়ন চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত জানান – ইতিমধ্যে শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগীতায় হাজরা তলা করোনায় আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে, রুগী সুস্থ আছে, এক প্রশ্নের উত্তরে তিনি জানান- নিশিত বিশ্বাস একজন মিস্ত্রি সে অনেকের বাড়িতেই কাজ করে বেড়াই, কাজ করার ভিতরে হয়তো কারো বাড়ি থেকে করোনার জীবাণু তাকে ধরতে পারে।
মাগুরায় এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ৪ মাগুরা সদরে ৩ ও শালিখা উপজেলায় ৩ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয় । জেলার মহম্মদপুর উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর কোন সন্ধান পাওয়া যায়নি। আক্রান্তের হার জেলার শ্রীপুর উপজেলায় এখন পর্যন্ত বেশি। তবে আশার কথা এর মধ্যে ৩ জন সুস্হ হয়ে স্বাভাবিক জীবন যাপন করছে বলে জানা গেছে।
এ দিকে এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা রঈসউজ্জামান জানান -আক্রান্ত যুবক এখন সুস্হ্য আছে। চিকিৎসায় দ্রুত সুস্হ্য হয়ে উঠবে বলে আশা করছি। উপজেলায় যেভাবে করোনা রোগীর সংখ্যা বাড়ছে তাতে আতঙ্ক নই, জনসচেতনতায় বৃদ্ধি প্রধান কাজ।