মােঃ সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে রবিবার সকালে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি প্রধান অতিথি হিসেবে আম্পান, শিলাবৃষ্টি ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্হ ৬০ টি পরিবারের মধ্যে ৬০ বান্ডিল টিন ও নগদ ৩ হাজার করে টাকা ও ১০ মেট্রিক টন চাল বিতরণ করেন। শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান সহ আরও অনেকে।