মোঃসাইফুল্লাহ/ ২৩ মে দুপুরে মাগুরার শ্রীপুরে যতন্ ফাউন্ডেশনের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ও নাকোল এই দুই ইউনিয়নের সমন্বয়ে গঠিত যতন্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪ শ অসহায় ও দু:স্থ মানুষ ১ শ জন শিশু মোট ৫ শ জনের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
স্থানীয় নাকোলসম্মিলনী ডিগ্রি কলেজে এই ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা শাখা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশীদ মুহিত,এই সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস, শীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাংবাদিক আইয়ুব হোসেন খান, সাংবাদিক জিয়াউর রহমানসহ আরো অনেকে ।
ঈদ সামগ্রী মধ্যে চাল, ডাল,তেল, আলু সেমাই ,চিনি , মরোগএবং ডিম সহ বিভিন্ন খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেট । এর আগে সকাল ১০ টায় ২৮৪ জন ভিজিডি কার্ডধারীর মাঝে ৩০ কেজি করে চাল দুপুর ১২ টার দিকে ৩৮৫ জনের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়। দেশের এই ক্রান্তি লগ্নে ঈদকে সামনে রেখে যতন্ ফাউন্ডেশনের ন্যায় বিভিন্ন সামাজিক সংগঠন ও মানবতার পাশে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।