মোঃ সাইফুল্লাহ : মাগুরা সদর উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের উদ্যোগে আজ (৯ মে) শনিবার মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলায় বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাঁছাইয়ের উদ্দেশ্যে উন্মুক্ত লটারি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাগুরা-১ আসনের সদসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, মাগুরা জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল সহ আরো অনেকে।
উপজেলায় ১৮ শ মেট্রিক টন বরো ধান সংগ্রহের জন্য বড়, মাঝারি এবং ছোট ৩ ধরণের কৃষক নির্বাচন করা হয়।