1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক রিপন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে রাজকীয় সংবর্ধনায় দুই শিক্ষিকার বিদায় সেনবাগে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মাগুরায় বিএনপির কার্যালয় ভাংচুরের প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ ! শ্রীপুর পৌরসভার উন্নয়ন এখন রুপকথা নয়,হবে দৃশ্যমান!লুটপাট বন্ধে একট্রা প্রশাসক!! বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে- গিয়াস কাদের গাজীপুর মহানগর আ. লীগের সাংগঠনিক সম্পাদক মামুন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীকে ২৪ ঘন্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল ভারতীয় বিএসএফ বাল্যবন্ধুদের সঙ্গে আনন্দে মাতলেন মির্জা ফখরুল, শোনালেন কবিতা !

মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক রিপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৯৭ বার

জাফরুল আলম : মানুষের মনুষ্যত্ব ফুটে উঠে মানবিকতায়। কেউ বা ছাপিয়ে বেড়ায়, আবার কেউ ঝাঁপিয়ে পড়ে মানব সেবায়। ঘুমন্ত স্বত্ত্বাকে জাগিয়ে তুলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সাহায্যে কোন দিবসের ধার ধারে লাগে না। কারো বিপদের কথা শুনলেই ছুটে চলেছেন। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক রিপন। পুরো নাম শফিকুল ইসলাম রিপন। নরসিংদী জেলা শহরের পশ্চিম কান্দা পাড়ায় বসবাস করলেও পুরো নরসিংদী জেলা শহরে সাংবাদিক রিপন বলেই সবাই চেনে। মিডিয়া পাড়ায়ও রিপন নামটি বেশ পরিচিত। বর্তমানে জনপ্রিয় অনলাইন পোর্টাল শ্যামলবাংলাডটকম ও স্বাধীন সংবাদ পত্রিকায় কাজ করছেন। অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান হিসেবেই সুনাম কুড়িয়েছেন। সততার কাছে কখনোই অাপোষ করেননি এই সংবাদকর্মী। পেশাকে ভালোবেসে দীর্ঘদিন ধরে বুকে ধারণ করে নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছেন সাংবাদিকতা। যখনি সুযোগ হয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ছুটে চলেছেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

তিনি এমনই একজন সাংবাদকর্মী। রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী পৌঁছে স্থাপন করেছেন মানবতার দৃষ্টান্ত। এরই মধ্যে হাজারখানেক মানুষকে কয়েকধাপে খাদ্যপণ্য, ঈদসামগ্রী বিতরণ করেছেন। মহামারিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট আর অভাব যেন কিছুটা হলেও লাঘব করতে চেষ্টা করেছেন। দাঁড়িয়েছেন অসহায়দের পাশে। শুধু অসহায়দের পাশেই নয়। নীরবে নিভৃতে মধ্যবিত্তদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন চাল, ডাল, তেল, অাটা, পিয়াজ, অালুসহ খাদ্যসামগ্রী। বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাব যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে। এর ছোবল থেকে বাংলাদেশও রেহাই পাচ্ছে না। প্রতিদিনই বাড়ছে অাক্রান্ত অার মৃতের সংখ্যা। বন্ধ হয়ে অাছে অায় রোজকার। এমতাবস্থায় নিম্নআয় ও মধ্যবিত্ত মানুষগুলো পড়েছে চরম বিপাকে। এ অবস্থায় সরকার, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অনেকেই পণ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।

সাংবাদিক রিপনও নিত্যনৈমিত্তিক সেবার মতো এগিয়ে এসেছেন অসহায়, নিম্নবিত্তদের পাশে। নিজ উদ্যোগে পণ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন। সামাজিক দূরত্ব বজায় রেখেই এসব খাদ্যসামগ্রী বিতরণ করে চলেছেন। নিম্নবিত্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্তদের ঘরে ঘরেও নীরবে নিভৃতে পৌঁছে দিচ্ছেন এসব খাদ্যপণ্য। এরই মধ্যে হাজারখানেক খাদ্যসামগ্রী নিজ উদ্যোগে বিতরণ করেছেন। শুধু করোনাকালেই নয়। প্রতি ঈদেই অসহায়দের মাঝে খাদ্য ও ঈদসামগ্রী বিতরণ করে থাকেন তিনি।

অসহায় কিংবা বিপদগ্রস্ত কেউ দড়জায় কড়া নাড়লে কিংবা মুঠোফোনে কোন সংবাদ পেলেই ছুটে যান রিপন। একজন সংবাদকর্মী হয়ে তার মনুষ্যত্ব ও মানবতার দিকগুলো সাধারণ মানুষকে অাপ্লুত করেছেন। তার এই সেবামূলক ও মানবিক কর্মকান্ডে সাংবাদিকদের প্রতি বেড়েছে মানুষের শ্রদ্ধাবোধ।

এ ব্যাপারে সাংবাদিক রিপন বলেন, ‘অামার চাকুরির সামান্য বেতনে অামার পক্ষে অসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব নয়। পৈত্রিক সম্পদ থেকে ভাড়া পেয়ে নিজের সংসার খরচ কমিয়ে, সেই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অাপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। যতোদিন অাল্লাহ্ বাঁচিয়ে রাখবে মানুষের সেবা করে যাবো।’

রিপন বলেন, ‘অামার একমাত্র সন্তান আশিকুল ইসলাম সিয়াম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সে ভালোমানুষ হয়ে বেড়ে উঠবে। মানুষের সেবা করবে। এটাই অামার চাওয়া। অার অামি বাকিটা জীবন অসহায় মানুষের সেবা করেই কাটিয়ে দিতে চাই।’ সাংবাদিক রিপন অারও বলেন, ‘অামি মনেপ্রাণে চেয়েছিলাম মানুষের জন্য কাজ করে যাবো। তাই তো অামার সৎ ইচ্ছেটাকে কাজে লাগাতে পেরেছি। অার এ ব্যাপারে অামার সহধর্মিণী অায়েশা বেগম ও সন্তানের যথেষ্ট উৎসাহ, সহযোগীতা পেয়েছি। তা না হলে অামার পক্ষে এসব কাজ করা সম্ভব ছিল না।’

মানুষের সেবা করার ইচ্ছে শক্তিটাকেই মনের ভেতরে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। তাই তো অসহায়দের পাশে থাকার সুযোগ তৈরি করে নিয়েছেন। সংবাদকর্মী হয়ে প্রতিটা ঈদে গরীবের মাঝে ঈদপণ্য, খাদ্যসামগ্রী বিতরণ। বিশেষ করে করোনাকালে মধ্যবিত্তদের ঘরে ঘরে নিজ উদ্যোগে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে খাদ্যপণ্য বিতরণ সত্যিই প্রশংসনীয়। সংবাদকর্মী রিপনের মতো এমন সেবামূলক মানসিকতা গড়ে উঠুক সবার মাঝে। এমন প্রত্যাশাই যেন থাকে অামাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম