স্টাফ রিপোর্টার ঃ রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত।
এলাকাবাসী জানান গত শুক্রবার বিকালে আলমবিদিতর ইউনিয়নের তুলশির হাট মনিরামে মটর সাইকেলে করে যাওয়ার পথে রাস্তার মাঝখানে পাইপের রেলিংয়ের উপরে সিটকে পরে গুরুতর আহত হন ১৪বৎসরের এই সাবেক সফল চেয়ারম্যান সাবেক (৯নং বর্তমান ৮নং আলমবিদিতর ইউনিয়নের)। জননেতা জনাব মোঃ মোকাররম হোসেন সুজন । জনাব মোকাররম হোসেন সুজন শ্যামল বাংলা ডট নেট এ-র স্টাফ রিপোর্টার মোঃ নুর আলম সিদ্দিকী মানু-র শ্রদ্ধেয় বড় ভাই, নুর আলম সিদ্দিকী মানু দেশ বাশী সকলের কাছে দোওয়া চেয়েছেন চেয়ারম্যান সুজনের দ্রুত সুস্হতার জন্য।
জননেতা জনাব মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
এলাকা বাসীরা বলেন, আহত অবস্থায় প্রতক্ষদর্শিদের সহযোগিতায় এ্যাম্বুলেন্জে রংপুরে একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।