শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে রাউজানের এক বাসিন্দা।তার নাম মুহাম্মদ শহিদুল হক (৬০)।তিনি উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জামাল খন্দকার এর বাড়ীর ডাঃ আব্দুল হকের বড় পুত্র।ঈদের দিন ভোরে তিনি চট্টগ্রামের নগরীতে মারা যান বলে জানান প্রতীবেশী চিকদাইর ইউনিয়নের ইউপি সদস্য মোদ্দাচ্ছের হায়দার।তিনি নগরে পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।তাঁর করোনা পজিটিভ ছিলেন।তবে নমুনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি।রোববার রাতে চট্টগ্রাম মেডিকেলের আইসোলেশন ইউনিটে শ্বাসকষ্ট বেড়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেও শেষ রক্ষা হয়নি।ঈদ দিন সকালে তার লাশ গ্রামের বাড়ী নিয়ে আসা হলে সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে উপজেলার বিনাজুরী ইউনিয়নে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।এনিয়ে রাউজানে করোনায় মৃত্যুর সংখ্যা দাড়াল দুই।আক্রান্ত ১১জন।