মো.নিজাম উদ্দিন, রামগড়(খাগড়াছড়ি):
খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় প্রথমবারের মত এক স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিনাত রেহানা বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্যকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ল্যাব টেকনেশিয়ান পদে অতিরিক্ত দায়িত্বে ছিলেন। আক্রান্ত ব্যক্তিকে আপাতত হাসপাতাল কোয়ার্টারে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তি থেকে গত ১৫ তারিখে নমুনা নেয়া হয় এবং ১৮ তারিখ রাতে রিপোর্ট প্রকাশিত হয়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা বলেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বসবাসকৃত কোয়ার্টারটি লকডাউন করা হয়েছে এবং তার সংস্পর্শে থাকা কর্মচারিসহ হাসপাতালের সকল ডাক্তার, নার্সকে পর্যায়ক্রমে নমুনা সংগ্রহের আওতায় আনা হবে।