আব্দুর রকিব,মুন্সীগঞ্জঃ তারেক রহমানের নির্দেশে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা কায়েসের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ মে শনিবার বেলা সাড়ে ১০টায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করে। মহামারী করোনা ভাইরাসে কর্মহীন পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন- কোলাপাড়া বিএনপির সভাপতি মোঃ ফরিদ হোসেন, সহ-সভাপতি স¦পন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাছান, যুগ্ম সাম্পাদক রিদয়, বিএনপি নেতা রফিক, বাবুল, শাহজাহান, সাবেক ছাত্রনেতা বাবু, রিমন, শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ ইসমাইল আহমেদ (টিপু), ছাত্র নেতা ফারুক, আরিফসহ প্রমূখ।