অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:
সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক চালক নিহত হয়েছে। নিহত শহিদুল আলম (৩০), উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের রহমত নগর এলাকার নবীউল হকের পূত্র।
জানা যায়,শনিবার ২৩মে ভোর ৬টায় পৌরসভাধীন উপজেলা গেইট সংলগ্ন চট্টগ্রাম-ঢাকা মূখী মহাসড়কে দ্রুতগামী অজ্ঞাত গাড়ি একটি সি.এন.জি চট্টগ্রাম-থ-১২-২২০০ ও মিনি পিকআপ ভ্যান নোয়াখালী-ন ১১- ১১০১ কে পিছনে ধাক্কা দিলে মারাত্মকভাবে দুর্ঘটনার স্বীকার হয়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ তাশারফ হোসেন এর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য পরিচালনা করে।
উক্ত দুর্ঘটনায় ১ জন নিহত হয় এবং সীতাকুণ্ড ফায়ার সার্ভিস টিম নিহতকে পুলিশের নীকট হস্তান্তর করেন।