শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনা ভাইরাসের কারনে দুস্থ-অসহায় ও নিম্ন আয়ের সাধারণ মানুষ কর্মহীন হয়ে পরায় গতকাল বৃহস্পতিবার উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের খংসারদী এলাকায় বিশিষ্ঠ সমাজ সেবক ও খংসারদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মোতালেব প্রধান পাঁচ’শ পরিবারের মাধ্যে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেন।
এসময় বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, টপটেন ক্ষুদ্র বিজনেস সমবায় সমিতির চেয়ারম্যান ওমর ফারুক মুন্সি, খংসারদী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ সামসুদ্দিন মীর, টপটেন ক্ষুদ্র বিজনেসজ সমবায় সমিতির সভাপতি ইকবাল প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ও তেল।