শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে তিন গ্রামের ২৮০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন।
শুক্রবার সকালে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি আটা, ১ কেজি লবন, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ ও ১ কেজি ডাল।
মেঘনা ঘাট, কাদির গঞ্জ ও প্রতাবের চর গ্রামের করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ২৮০জন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব সেলিম রেজা, মহিলা মেম্বার মমতাজ বেগম, যুবলীগ নেতা লুৎফর রহমান, আবু হানিফ, আলম চাঁন, শাহ পরান ও জহিরুল ইসলাম জহিরসহ ত্রান কমিটির লোকজন।