আবদুল করিম, লোহাগাড়া প্রতিনিধিঃ
সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের লোহাগাড়ার মোহাম্মদ নাজিম উদ্দীন (৩০) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দানো সিকদার পাড়া এলাকার মরহুম আবদুল মালেক এর ছেলে।
আজ সোমবার (১১মে) সৌদিআরব সময় বিকাল ৫ ঘটিকায় সময় পবিত্র মক্কার আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। মুঠোফোনে প্রবাসী মোহাম্মদ নাজিমের মৃত্যুর খবর পাওয়া গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত (৫মে) করোনা আক্রান্ত হয়ে আলহেরা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোহাম্মদ নাজিম উদ্দীন সৌদি আরবের মক্কায় ব্যবসা করতেন বলে জানা যায়।
এদিকে, তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।