জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ত্রান বিতরনে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবরুদ্ব করে রাখে বিক্ষুদ্ব জনতা। ১ঘন্টা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সাভাবিক. করে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটে উপজেলার সূখচর ইউনিয়নে।
জানাযায় , করোনা মহামারিতে হাতিয়ায় উপজেলা পরিষদ থেকে বরাদ্দ পেয়ে ১১টি ইউনিয়নে দু দাপে ত্রান বিতরন করা হয়। সে মোতাবেক সূখচর ইউনিয়ন প্রথমে একশত পরিবার ও দ্বিতীয় দাপে ১শত ৫০ পরিবারকে ২০ কেজি করে চাউল দেওয়ার সূযোগ পায়। বুধবার ছিল সূখচর ইউনিয়নের ত্রান বিতরনের দ্বিতীয় দাপের নির্ধারীত দিন।
উপস্থিত কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে জানান, ত্রান বিতরন চলাকালীন এলাকার প্রায় ৫শতাধিত লোক ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিতরন বন্ধ করে দেয়। তাদের দাবী চেয়ারম্যান যেসব পরিবারকে ত্রান দিচ্ছে তারা তার পচন্দের লোক। প্রকৃত দুস্থ্য অসহায় পরিবার গুলো ত্রান পাচ্ছে না। এসময় তারা ইউনিয়ন পরিষদের চৌকিদারদের মারধর করে চেয়ারম্যানকে একটি কক্ষে প্রায় ১ঘন্টা অবরোদ্ব করে রাখে।
করোনা মহামারিতে উপজেলা পরিষদের সূখচর ইউনিয়নের জন্য মনোনীত কর্মকর্তা নির্বাচন অফিসার মো: জাকির হোসেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে সমন্বয় করে ত্রান পাওয়া ব্যাক্তিদের তালিকা প্রস্তুত করবেন। জাকির হোসেন বিতরনে উপস্থিত না থাকলে ও তার প্রতিনিধি নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর কেফায়েত উল্লা উপস্থিত ছিলেন। তিনি জানান, সূখচর ইউনিয়নে অনেক লোক ত্রান পাওয়ার যোগ্য। কিন্তু মাত্র ১শত ৫০ জনের মধ্যে ত্রান দেওয়ায় স্থানীয় জনগন বিক্ষুদ্ব হয়ে কিছু বেআইনী কর্মকান্ড করে পেলে।
এ বিষয়ে সূখচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন জানান, কিছু বিক্ষুদ্ব লোক এসে হঠাৎ পরিষদে হামলা করে। ত্রান বিতরনে কোন অনিয়ম হয়নি। প্রশাসনের উপস্থিতিতে বিতরন হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম জানান, সূখচর ইউনিয়নে প্রায় ২হাজার ৫শত পরিবারকে দুস্থ্য অসহায় হিসাবে নির্নয় করে তালিকা করা হয়েছে। এতে শুধু ১শত ৫০ জনকে ত্রানের আওতায় আনায় তালিকায় পেন্ডিং খাকা অন্য লোকজন এসে এ সমস্যটা সৃষ্টি করেছে। সবাইকে পর্যায়ক্রমে ত্রান দেওয়া হবে।