জিল্লুর রহমান হাতিয়া প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পৌরসভা ৭ নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন মিয়াজি জামে মসজিদের বর্তমান সেক্রেটারীর বিরুদ্ধে প্রাননাশের হুমকির অভিযোগ করেছেন দীর্ঘদিন দায়িত্ব পালন করা সাবেক সেক্রেটারী মো. শামীম উদ্দিন।
তিনি বলেন , আল্লাহর সন্তুষ্টির জন্য দীর্ঘ ৭বছর সেক্রেটারীর পদে উক্ত মসজিদে দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব কালীন সময়ে দেশে-বিদেশে, বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন, সমাজের মানুষ এবং আমার কলিগদের থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অনুদান নিয়ে এ মসজিদকে টিনসেট থেকে ১ম তলা পর্যন্ত সম্পর্ন করেছি। এবং অজুর জন্য পাকা ঘাট, বাথরুম, জেনারেটর রুম সহ সকল অবকাঠামোর উন্নয়ন করেছি। আমি কয়েকবার কমিটি পূন গঠন করার জন্য বললেও তখন তা করা হয়নি।
কিন্তু হঠাৎ করে সভাপতি ২২শে নভেম্বর কমিটি বিলুপ্তির ঘোষনা দেন। এবং আমকে চিঠির মাধ্যমে একটা নাম্বার দিয়ে বলেন ঐ ব্যাক্তিকে যেন হিসের বুঝিয়ে দেওয়ার হয়। তখন আমি বলেছি নতুন কমিটি গঠন হলে আমি তাদেরকে সকল হিসেব বুুঝিয়ে দেবো। তখন সভাপতির ছেলে আমিনুল এহসান আমাকে বিভিন্ন মাধ্যমে প্রাননাশের হুমকি দেয়। আমি বিষয়টি সমাজের মুরুব্বিদের কে জানিয়েছি। সমাজের মুরুব্বিরা গত বুধবার বসার কথা থাকলেও সভাপতি ও উনার ছেলে মো. আমিনুল এহসান (স্বঘোষিত সেক্রেটারী) বসেননি।
মসজিদের মুসল্লী আবু বকর ছিদ্দিক ক্ষোভের সাথে বলেন, আমার বাবাও মসজিদের একজন দাতা, তিনি ১৬ কড়া জমি মসজিদের দিয়েগেছেন , এবং আমি একজন দায়েমী মুসল্লী হয়েও কমিটির সাধারণ সদস্য পদেও থাকতে পারিনি। মসজিদের অবকাঠামো অনেক খারাপ ছিলো, শামীম দায়িত্বে থাকায় মসজিদের অনেক উন্নয়ন কাজ হয়েছে। যা আর কারো পক্ষে সম্ভব হয়নি।
এছাড়াও মো.নুরুদ্দিন,ওছমান গনী, আনোয়ার হোসেন, আরিফুল ইসলাম, আবুল কাসেম, নজরুল ইসলাম সহ অনেক সাধারণ মুসল্লী সাবেক সেক্রেটারীর কর্মের প্রশংসা করেন। এবং বর্তমান কমিটি গঠন ও তাদের কর্মের সমালোচনা করে উক্ত হুমকির বিষয়ে নিন্দা জানান।
অভিযোগের বিষয়ে নব সেক্রেটারী থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বা আমার পরিাবার থেকে কাউকে কোন ধরনের হুমকি দেওয়া হয়নি। এবং যদি কেউ দিয়ে থাকে সে বিষয়ে আমরা পদক্ষেপ নিবো।