লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লকডাউনে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ তাই বাড়ি বাড়ি গিয়ে স্কুল ফিডিংয়ের বিস্কুট পৌচ্ছে দেয়া হচ্ছে।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নে আজ মঙ্গলবার ১৯ মে সকাল হতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে স্কুল ফিডিংয়ের বিস্কুট পৌচ্ছে দিয়েছে স্থানীয় এনজিও’র মানসিকার কর্মীগণ।
জানা গেছে, এনজিও মানসিকা লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ১২টি ইউনিয়নের ৩১হাজার ২শত ৯৪জন শিক্ষার্থীর বাড়িতে ও পাবনা জেলার বেড়া উপজেলার ১শত ২৬টি স্কুুলের ২৬হাজার ৩শত ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বাড়ি বাড়ি বিস্কুল পৌচ্ছে দিয়েছে। হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্কুল ফিডিং প্রকল্পের পরিচালকের নির্দেশনা পেয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে কার্টুনে করে ১মাসের ২৬প্যাকেট বিস্কুট পৌচ্ছে দেয়া হচ্ছে। এই বিস্কুট গুলো অত্যন্ত পুষ্টিগুণ সম্পূর্ণ। স্কুল না খোলা পর্যন্ত এভাবে প্রতিমাসে বিস্কুট সরবরাহকারী এনজিও মানসিকা প্রতিটি শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট দিয়ে আসবে।