1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাশরের ময়দানে সবচেয়ে ব্যস্ত থাকবেন রাসূল সা. - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
||স্বাধিনতার ৫৩ বছর পার|| সহযোদ্ধারা সরকারী গেজেটভূক্ত হলেও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাননি বাঁশখালীর মজিবুল হক ছবি পাল্টে যুবলীগের অফিস এখন যুবদলের কার্যালয় কুবি রোভার স্কাউটের ১০ বছর পূর্তিতে বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি 

হাশরের ময়দানে সবচেয়ে ব্যস্ত থাকবেন রাসূল সা.

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৫৬ বার

♦ হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন- ‘মহানবী সা. কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে। একথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)। উত্তরে তিনি বললেন, হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে, মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’ (বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন রাসূল সাঃ থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে।

[ জিব্রিল আলাইহিসসালাম উনাকে তুলবেন কবর থেকে। কী ব্যাপার জিব্রিল! আমার উম্মাত কী উঠেছে? ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন ইয়া নাফসি! ইয়া নাফসি! সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি! উম্মাতি! আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!
.
তিনি সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।
.
হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে। পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দুরদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
.
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷ বসুন আল্লাহ বলবেন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। জান্নাতে যান! না, যাবো না! জান্নাতের পোশাক পড়ুন! না, পড়বো না! বোরাকে উঠুন! না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?]

কিয়ামত তো ঐদিন হবে-যেদিন মানুষ তার ভাই থেকে,সন্তান থেকে,পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামত তো ঐদিন,যেদিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না৷
কিয়ামত তো ঐদিন, যেদিন কারো কাছে আকুতি মিনুতি করলেও ফিরে তাকাবে না৷

মহানবী (সাঃ) বলতেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করবো, অথচ ইস্রাফিল (আঃ) মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত করে গভীর মনযোগে কান পেতে অপেক্ষা করছেন – কখন শিঙ্গায় ফুক দানের হুকুম আসে। ”

অথচ আমরা কতই না গাফেল,আজ ভুলে গিয়েছি আমাদের দ্বীন। আজ ভুলে গিয়েছি আমাদের উদ্দেশ্য ….

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম