মো সাইফুল্লাহ/ মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা মানবতার দেয়ালের পক্ষ থেকে আজ ২৩ মে শনিবার সকালে সোনাতুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহামারি করোনার ভয়ে ঘরে থাকা পিছিয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে। ইতিপূর্বে আরো ৬ বার সংস্থাটি অসহায় ও দুস্থ্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।
মানবতার দেয়ালের প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছে মাহফুজুর রহমান (ডাবলু), সোহানুর রহমান (প্রবল), মুন্সি রাকিবুল ইসলাম (রাকিব)।
মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান উপস্থিত থেকে আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ খবির হোসেন, সাধারণ সম্পাদক মুন্সি নূরুজ্জামান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, সিনিয়ার সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক রাশেদ খাঁন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাহের হোসেন, মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা আলেপ মোল্যা, সব্দালপুর ইউনিয়ন যুবলীগে সভাপতি মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা জীবলু মোল্যা, মনোয়ার হোসেন মন্নু, জীবলু মুন্সি, ইব্রাহিম জোর্দ্দার, মাসুদুর রহমান, তোজাম্মেল হোসেন, রাজ নূর আলম, রফিকুল ইসলাম, সত্তার বিশ্বাস, আজাদুল ইসলাম সহ শ্রীপুর উপজেলার কর্মরত সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে। দেশের এই ক্রান্তিলগ্নে মানবতার দেয়ালের ন্যায় দেশের অন্যান্য সামাজিক সংগঠন ও বিত্তশালীরা মানবতার সেবাই আরো এগিয়ে আসবেন এমনটা প্রত্যাশা সবার।